

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলার মুছারচর এলাকায় প্রতিবন্ধী এক অটোচালকের স্কসটেপ মোড়ানো মরদেহ মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে উদ্ধার করেছে তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ।
নিহত সোহেল উপজেলার সাদীপুর ইউনিয়নের নয়াপুর পশ্চিমপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২টি কন্যা সন্তান রয়েছে।
পুলিশ ও নিহত সোহেলের পরিবার জানায়, সোমবার দুপুরে অটোগাড়ী নিয়ে বাড়ী থেকে বের হয় রাতে আর বাড়ি ফেরেনি। সকালে খবর পেলাম তার মরদেহ পাওয়া গেছে মুছারচর উত্তর পাড়া রাস্তার ঢালে। ধারণা করা হচ্ছে হত্যাকারীরা অটোচালক সোহেলকে হত্যা করে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে।
স্ত্রী রাজিয়া আক্তার জানায়, আমি আমার স্বামীর নির্মম এ হত্যার ন্যায়বিচার চাই। আমার ২ মেয়ে লামিয়া (১৫) ও সুরাইয়া( ১০) এখন তাদের কে দেখবে।
সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ জানান, অটোচালকে মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার জন্য মাঠে কাজ করছে পুলিশ।
মন্তব্য করুন
