মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচন: বরিশালে নিবন্ধিত ৮৭ হাজার প্রবাসী ভোটার

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:২৭ এএম আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বরিশাল বিভাগের প্রায় ৮৭ হাজার প্রবাসী বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সারা দেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত হয়েছেন।

বরিশাল নগরের নবগ্রাম রোডের বাসিন্দা সাইফুর রহমানের মতো বহু প্রবাসী দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় এতদিন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। এবারই প্রথম তারা নিজ নিজ পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, যা প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

তবে এই যুগান্তকারী উদ্যোগকে ঘিরে প্রার্থী ও সচেতন মহলের মধ্যে প্রযুক্তিগত নিরাপত্তা এবং ভোটের গোপনীয়তা রক্ষা নিয়ে কিছু উদ্বেগও প্রকাশ পেয়েছে।

বাসদের প্রার্থী মনীষা চক্রবর্ত্তী এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার পোস্টাল ব্যালট ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এ বিষয়ে বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ খায়রুল আলম সুমন বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ নির্বাচন কমিশনের নির্ধারিত বিধি ও প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন হবে। ভোটের স্বচ্ছতা ও গোপনীয়তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X