

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
একই সঙ্গে মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগে ৮টি মামলা করা হয়েছে, ৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা (পিপিএম) এর দিকনির্দেশনায় সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত তালতলী থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
অভিযানে তালতলী থানা পুলিশ, ডিবি পুলিশ, ট্রাফিক পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে যৌথ চেকপোস্ট বসানো হয়। এ সময় বিভিন্ন মামলার পলাতক ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়।
এছাড়া চুরি ও ডাকাতি প্রতিরোধে উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়।
পুলিশ জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিবি পুলিশের ওসি, নৌবাহিনী ক্যাম্পের ইনচার্জ এবং ট্রাফিক ইন্সপেক্টর (আমতলী) উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
