সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বৃদ্ধাকে হত্যা,বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫৩ পিএম
কুষ্টিয়ায় মানববন্ধন
expand
কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়ার হাটশ হরিপুরে মমতা বেগম নামে এক বৃদ্ধাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হরিপুরবাসীর ব্যানারে কুষ্টিয়া মডেল থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েকশত নারী-পুরুষ অংশ নেন।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় তারা বলেন, স্বর্ণের দুল ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যা এবং পরে মরদেহ গুমের চেষ্টা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে পলি ও তার পরিবারের সকলেই জড়িত। আমরা চাই এই হত্যার জড়িত সবাইকে দ্রুত গ্রেফাতার করে আইনের আওতায় আনা হোক। তা না করা হলে এর চেয়ে আরও বড় ধরনের কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তপূর্বক জড়িত সকলেই আইনের আওতায় আনা হবে।

এরআগে,গত শনিবার (১৭জানুয়ারি) রাতে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের সাকেন শেখের বাড়ি থেকে মমতা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মমতা বেগম(৬৫) ওই এলাকার মৃত নিয়মত আলীর স্ত্রী। এঘটনায় সন্দেহভাজন দুই আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X