সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার নির্বাচন ও গণভোটের জন্য পুরোপুরি প্রস্তুত: তথ্য উপদেষ্টা

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১০:২০ পিএম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.সৈয়দা রিজওয়ানা হাসান
expand
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.সৈয়দা রিজওয়ানা হাসান

অন্তবর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন, রাজনৈতিক দল ও ভোটার সবাই প্রস্তুত হওয়ায় সরকারও নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে।

রবিবার( ১৮ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ডা. সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবর্তন ও সংস্কারের জন্য গণভোটে হা ভোট দিতে হবে। গণভোটে 'হ্যাঁ- জয়যুক্ত হলে যে উদ্দেশ্যে জুলাই আন্দোলন হয়েছিল তার সুফল পেতে শুরু করবে জনগণ।

রংপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় যোগ দিয়ে উপদেষ্টা বলেন, জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও গণতান্ত্রিক যাত্রার শুভ সূচনা করতে আগামী গণভোট নির্বাচনে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে সবাইকে সুচিন্তিত মত দেওয়ার আহ্বান । সাংবাদিকদের সঙ্গে কথা শেষে বলার পর জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, বিভাগীয় তথ্য পরিচালক মোফাকখারুল ইকবাল ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান জনগনকে 'হ্যাঁ- ভোটের পক্ষে ভোট দিতে আহবান জানান।

আজ রবিবার নীলফামারী ও রংপুরে দুইদিনের সফরে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রাতে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে রংপুর সার্কিট হাউসে সাক্ষাৎ করার কথা রয়েছে তার । আগামীকাল সোমবার সকালে তিনি তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X