

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুরে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং গ্যাস সিলিন্ডার ক্রয়ের পাকা রশিদ প্রদর্শন না করায় তিনজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ পরিচালনা করেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- দোকানগুলোতে সরকার নির্ধারিত মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন না করা এবং গ্যাস সিলিন্ডার ক্রয়ের পাকা রশিদ প্রদর্শন না করা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। এ অপরাধে আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়।
তিনি আরো বলেন- ভোক্তা অধিকার রক্ষা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকতে হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
