সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে এলপিজি অতিরিক্ত মূল্য রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৩৩ পিএম
এলপিজি অতিরিক্ত মূল্য রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা
expand
এলপিজি অতিরিক্ত মূল্য রাখায় ডিস্ট্রিবিউটরকে জরিমানা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এলপিজি গ্যাসের অতিরিক্ত মূল্য, সরবরাহ ও মজুদ রাখায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার আউশকান্দি ও দেবপাড়া বাজারে অভিযানটি পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। অভিযানে এলপিজি গ্যাসের সরবরাহ, মজুদ ও মূল্য সংক্রান্ত বিষয়াদি সরেজমিনে পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩০৬ টাকার পরিবর্তে অতিরিক্ত দামে গ্রাহকের নিকট বিক্রি করা হচ্ছে

এ অভিযোগে দেবপাড়া বাজারের ‘কথা ট্রেডাস (প্রো. আজিজুর রহমান)’ নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের সরকার নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রির নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তাদের অনুরোধ করা হয়, এলপিজি গ্যাস ক্রয়ের সময় অবশ্যই ক্রয় মেমো সংগ্রহ করতে। কোনো রিটেইলার বা খুচরা বিক্রেতা মেমো দিতে অস্বীকৃতি জানালে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে হবে।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X