রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনের আশায় পোস্টাল ভোটে আবেদন করেনি নোয়াখালীর ৯০% বন্দি

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৭ পিএম
নোয়াখালী জেলা কারাগার
expand
নোয়াখালী জেলা কারাগার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের সুযোগ সত্ত্বেও নোয়াখালী জেলা কারাগারের ৯৫৪ জন বন্দির মধ্যে মাত্র ৪৪ জনই ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন। এটি মোট বন্দিদের মাত্র ৪.৭% এর সমান, যা জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে নিশ্চিত হয়েছে।

জেলা সুপার আবদুল বারেক এনপিবিকে জানান, অনেক বন্দি জামিন পাওয়ার সম্ভাবনায় এই সুবিধা নিতে অনীহা প্রকাশ করেছেন, কারণ পোস্টাল ভোটের পর জামিন হলে সাধারণ ভোটকেন্দ্রে যাওয়ার সুযোগ আর থাকে না।

জেলা নির্বাচন কর্মকর্তাদের তথ্য অনুসারে, নোয়াখালী জেলায় সামগ্রিকভাবে ১৩,৮৫১ জন পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৪৬ জন এবং নারী ৩,৬০৫ জন। আবেদনকারীদের বিভাজন দেখলে সরকারি চাকরিজীবীদের সংখ্যা সবচেয়ে বেশি—৯,৯৪৪ জন।

এছাড়া নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৩,৭০৪ জন, আনসার ও ভিডিপি সদস্য ১৩১ জন এবং কারাবন্দি মোট ৭২ জন। এই ৭২ জন কারাবন্দির মধ্যে নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের জন্য আবেদনকারীদের বিন্যাস এরকম: নোয়াখালী-১ আসনে ১২ জন, -২ আসনে ৬ জন, -৩ আসনে ৭ জন, -৪ আসনে ৩১ জন, -৫ আসনে ১২ জন এবং -৬ আসনে ৪ জন।

নোয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, "পোস্টাল ব্যালটগুলো ভোটারদের প্রদত্ত খামের মাধ্যমে ডাকযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসে পৌঁছাবে এবং সংশ্লিষ্ট আসনের আলাদা ব্যালট বাক্সে রাখা হবে। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার পর প্রার্থীদের এজেন্টদের সামনে এগুলো খোলা হবে৷

তিনি আরও যোগ করেন, কর্মস্থলে বা বিদেশে থাকা এবং কারাগারবাসীদের জন্য এই পদ্ধতি ভোটাধিকার নিশ্চিত করার একটি যুগান্তকারী উদ্যোগ, যা গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X