রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে গুলি ও কার্তুজ উদ্ধার, অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬)
expand
গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬)

কক্সবাজারের রামু পুলিশ অভিযান বিপুল পরিমাণ গোলাবারুদ সহ একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ১০ রাউন্ড গুলি,২ রাউন্ড শর্টগানের কার্তুজ ও ৩ টি খালি খোসা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন- রামু উপজেলার ইদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা গ্রামের বাসিন্দা শহর আলীর ছেলে নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার (৩৬)।

শনিবার (১৭ জানুয়ারি) গভীর রাতে কক্সবাজারের রামু উপজেলার ইদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকার নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদারের বসতঘরে এ অভিযান চালানো হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া।

রামু থানা সুত্রে জানা যায়, শনিবার গভীররাতে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পানিস্যাঘোনা এলাকার নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদারের বসতঘরে অভিযান চালিয়ে ধানের বস্তার ভেতর থেকে ১০ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ৩টি খালি খোসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি গোলাবারুদগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। জানা যায়, নুর মোহাম্মদ প্রকাশ কালু চৌকিদার একজন দক্ষ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X