

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ঘাটাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নজরুল ইসলাম ।
রবিবার (১৮ জানুয়ারি) রাত ২ টার দিকে উপজেলার সাগরদীঘি ইউনিয়নের গুপ্তবৃন্দাবন বাজারে একটি তুলার দোকানে এ ঘটনা ঘটে।
স্থনীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, একটি লেপ তোষকের তুলার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন ছড়িয় পড়ে।
পরে ঘাটাইল ও ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে যায় সমস্ত দেকান। ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন কুমার দেবনাথ বলেন, দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা সূচনা বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন
