

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামী জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় দুটি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) পাবনা জেলা গোয়েন্দা শাখার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার (১৬ জানুয়ারি) পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে নাজমুন্নাহারের বিল্ডিংয়ের ৪র্থ তলায় ভাড়াটিয়া হাসি খাতুনের ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানে ফ্ল্যাটের গেস্ট রুম থেকে পাবনা সদরের কাশিপুর পশ্চিমপাড়ার মৃত বাচ্চু সরদারের ছেলে জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
পাবনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে পুলিশে সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামী জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পাণ্ডে হত্যা মামলা, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
মন্তব্য করুন
