

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জে গরু ব্যবসায়ী আলতাব মিয়ার কাছ থেকে ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে ৫ লাখ টাকা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী আলতাব মিয়া ২নং পুল এলাকার জি কে গাফফার ডেইরি ফার্মের পরিচালক। তিনি গরু ক্রয়ের উদ্দেশ্যে গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নগদ ৭ লাখ টাকা নিয়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে হবিগঞ্জ সদর থানার শিল্পী আশিকের বাউল ঘরের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা সিএনজি এসে তার ব্যবহৃত সিএনজির গতিপথ রোধ করে।
এ সময় ছিনতাইকারীরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আলতাব মিয়ার কাছ থেকে জোরপূর্বক নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর আলতাব মিয়া হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সীর নির্দেশনায় সদর থানার এসআই মো. আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশ অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে মশাজানের আব্দ বোকাই গ্রামের মো. জহিরুল ইসলাম সজীবের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত সজীব পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িত মো. সুহান মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া বাকি ২ লাখ টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন
