শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা (৩৫) নামে এক যুবক আটক
expand
মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা (৩৫) নামে এক যুবক আটক

ফরিদপুরের সালথা উপজেলায় মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নারী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

শনিবার (১৭ জানুয়ারি) উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুড়া সাধারপাড়া এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটক কাইয়ুম মোল্যা ওই এলাকার রোকন মোল্যার ছেলে এবং তিনি দুই সন্তানের জনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ১৫ জুন বাড়ির পাশের একটি পুকুরপাড়ে মানসিক প্রতিবন্ধী ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন কাইয়ুম মোল্যা। ঘটনার পর বিষয়টি প্রকাশ না করতে ভুক্তভোগী নারীকে ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে নারীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি অভিযুক্তের নাম প্রকাশ করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সালথা থানায় একটি এজাহার দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। ভুক্তভোগী নারী ছয় মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে কাইয়ুম মোল্যা নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X