

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে বহুল আলোচিত সন্ত্রাসী ও চোর আলামিন (২৮) কে আটক করেছে র্যাব-৬ যশোর। শনিবার সকালে নগরীর পুলেরহাট এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় আলামিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলামিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।
র্যাব সূত্রে জানা যায়, আটক আলামিন যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি ও চুরিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে যশোর শহর ও আশপাশের এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, আলামিন যশোরের আলোচিত তানভীর হত্যা মামলার অন্যতম আসামি। ওই হত্যা মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তার গ্রেপ্তারে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
র্যাব জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে আলামিনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন
