শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম
সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)
expand
সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)

চট্টগ্রামের বোয়ালখালী থানার বেংগুরা এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি শটগান ও পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির উপকরণ।

সেনা সূত্র জানায়, ১৬ জানুয়ারি মধ্যরাতে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুনের দিক নির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল প্রধানের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীরা হলেন সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গোলাবারুদ এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

সেনাসদস্যরা অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেনা সদস্যদের তৎপরতা ও চতুর্মুখী ঘেরাওয়ের ফলে তারা পালাতে ব্যর্থ হয়। এ সময় সন্ত্রাসীদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

পরবর্তীতে সেনা সদস্যদের জিজ্ঞাসাবাদ ও বিচক্ষণ অনুসন্ধানে জানা যায়, সন্ত্রাসীরা চারটি ভিন্ন স্থানে অস্ত্র ও গোলাবারুদ লুকিয়ে রেখেছিল। এর মধ্যে ছিল পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে। এসব গোপন স্থান থেকে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রাসেল জানান, গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৬টি এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা বিগত নির্বাচনসহ বিভিন্ন সময়ে অস্ত্রচালনা ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। এছাড়াও তারা নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে বোয়ালখালীসহ চট্টগ্রামের বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী দলের কাছে অস্ত্র বিক্রি করত।

তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা রাখবে।

অভিযান শেষে বোয়ালখালী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করে এবং গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানায় নিয়ে যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X