শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর-৪ আসনে ১১ দলীয় জোটের একক প্রার্থী দাবি খেলাফত মজলিশের

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১১:২০ এএম
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যা
expand
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে বাংলাদেশ ইসলামী আন্দোলন সরে যাওয়ায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জোটের চূড়ান্ত ও একমাত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্যা।

শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার পুলিয়া গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে মাওলানা মিজানুর রহমান মোল্যা বলেন, ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর-৪ আসনটি শুরুতে উন্মুক্ত রাখা হলেও বাংলাদেশ ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ায় বর্তমানে জোটের পক্ষ থেকে মাঠে তিনিই একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন। ফলে জোটগতভাবে এ আসনে তাঁর প্রার্থিতাই চূড়ান্ত।

তিনি আরও বলেন, “এই আসনে জামায়াতের যে প্রার্থী নির্বাচন করছেন, তাঁর নাম জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত নয়। সে কারণে জোটের সিদ্ধান্ত ও রাজনৈতিক বাস্তবতায় আমিই একক প্রার্থী হিসেবে বিবেচিত।”

জোটের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “আমি আশা করি জামায়াতের সংশ্লিষ্ট প্রার্থী তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে জোটের পক্ষে কাজ করবেন। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাআল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে।” সংবাদ সম্মেলনে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X