শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

নারায়নগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৪১ এএম
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ
expand
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘জনগণ এমন বাংলাদেশ চায় না, যেখানে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর পদধূলি নিয়ে রাষ্ট্রের দ্বায়িত্ব নিবে। আর এই পরিবর্তন করতে হলে গণভোটে জনগণকে ‘হ্যা’ ভোটের পক্ষে থাকতে হবে।’’

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় গণভোটে ‘হ্যা’ ভোটের পক্ষে গণসংযোগে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশকে পরিবর্তন করতে হলে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করতে হবে। জনগণ চায় স্বাধীন কর্মকমিশনের মাধ্যমে তাদের সন্তানদের চাকরি হোক।’

এর আগে, দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ স্থানীয় নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X