শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ভোটের গাড়ি উদ্বোধন করলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১২ এএম
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ
expand
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

সারাদেশে হ্যাঁ, না ভোটের প্রচারণার অংশ হিসেবে সিরাজগঞ্জেও আজ উদ্বোধন করা হলো ভোটের গাড়ি।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায়

অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রনালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উদ্বোধন করেন ।

এসময় তিনি বলেন আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে এসেছি যে আপনাদের হাতেই সকল ক্ষমতা। এবং অতীতে আপনাদের যেমন এড়িয়ে গিয়ে সব সিদ্ধান্ত নিত এখন তা আর হবে না।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কালেক্টরেট বটতলায় প্রধান অতিথি হিসেবে ভোটের গাড়ি সুপার ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

এসময় অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা এই উপদেষ্টা বলেন, বাংলাদেশে অনেক রকম সম্ভাবনা আছে তবে আমরা আরও এগিয়ে যেতে পারতাম।

সুষ্ঠু নির্বাচন রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় একটা জিনিস। আর গণভোটের ব্যাপার হলো- আমরা সবসময় লক্ষ্য করছি কিছু সংস্কার দরকার। আমরা কিছু শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। আমরা কিন্তু শুরু করেছি জনগণের ভালোর জন্যই। আশা করি ভবিষ্যতে যে সরকার আসবেন তারা যেন এগিয়ে নিয়ে যায়।

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু সহ জেলার সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X