বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার থেকে কিশোরগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।

র‍্যাব সূত্র জানায়, তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এবং কক্সবাজারের মহেশখালী এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত আমাদের থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বের বিভিন্ন মামলার বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X