সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সেন্টমাটিনে নৌবাহিনীর অভিযান, ১০ দালালসহ ২৭৩ ভিকটিম উদ্ধার

-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম
পাচারকালে উদ্ধার করা মানুষ
expand
পাচারকালে উদ্ধার করা মানুষ

সাগর পথে মালয়েশিয়া গমনকালে ১০জন দালালসহ ২৭৩ জন ভিকটিমকে আটক করছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (৪ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিন থেকে আট নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে নৌবাহিনীর টহলরত জাহাজ তাদের আটক করে।আটককৃতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ব্যাপারে নৌবাহিনীর মিডিয়া উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নৌবাহিনী সুত্রে জানা যায়, অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ গমনকালে ২৭৩ জন ব্যক্তি এবং একটি কাঠের বোট আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত সকল ব্যক্তি অবৈধভাবে মালয়েশিয়ায় গমনের উদ্দেশ্যে যাত্রা করেছিল।নৌবাহিনীর সময়োচিত ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

সেন্টমার্টিন্স থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত প্রদান করলে বোটটি না থেমে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নৌবাহিনী জাহাজ তৎক্ষণাৎ বোটটিকে ধাওয়া করে বোটটিকে আটক করে। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়। আটককৃতদের তথ্যমতে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করে। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X