

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে এবং বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) দুপুর ২টায় জেলা শহরের কালীবাড়ি মোড় চত্বরে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সম্মিলিত ছাত্র ঐক্যের মুখপাত্র মো. জগলুল হাসান চয়ন, কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, কিশোরগঞ্জ জেলা ছাত্র মজলিসের বায়তুলমাল সম্পাদক বরকতউল্লাহ, কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা হাসিবুল হোসাইন, কিশোরগঞ্জ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক আনাস ইবরাহীমসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. জগলুল হাসান চয়ন বলেন, বাংলাদেশের গর্ব মোস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, তা শুধু একজন ক্রিকেটারকে নয়, পুরো বাংলাদেশকেই অপমান করার শামিল। আমরা এর তীব্র নিন্দা জানাই।
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত এই অপমানের যথাযথ জবাব না পাওয়া যাবে, ততদিন বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার বন্ধ রাখতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বক্তারা অভিযোগ করেন, মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক ও অসম্মানজনক। এটি বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের মর্যাদায় আঘাত করেছে বলেও তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিলে তা সঙ্গে সঙ্গে কার্যকর করে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর আগে গত ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর।
মন্তব্য করুন
