সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি, ২ প্রতিষ্ঠানকে অর্থদন্ড 

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
জরিমানা আদায়
expand
জরিমানা আদায়

ঢাকার সাভারে এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ২ প্রতিষ্ঠানকে অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়।

রবিবার (৪ জানুয়ারী) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এসময় কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করার অভিযোগে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ী এলাকায় ভাই ভাই খন্দকার ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচারকে ৪হাজার টাকা জরিমানা আদায় ও অভিযোগকারী ভোক্তাকে তার অতিরিক্ত ১হাজার টাকা ফেরত দেওয়া হয়েছে।

এছাড়াও ভরারী এলাকায় গ্রীন টাউন এলপি গ্যাস লিঃ এর ডিপোকে বিক্রয়কৃত চালানে গ্যাসের মূল্য উল্লেখ করে না লেখার কারনে ও বিস্ফোরকের লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান শেষে মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের বলেন, অবৈধ মজুদকৃত এলপিজি গ্যাসের বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X