

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫–২৬’-এর অংশ হিসেবে প্রস্তুতকৃত ভোটের গাড়ি (LED ক্যারাভান) রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এসে পৌঁছায়। এ উপলক্ষে সকাল ১১টায় মঠবাড়িয়া পৌরসভা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীতে বড় আকারের LED স্ক্রিনে ভোটাধিকার, গণতন্ত্র, নাগরিক দায়িত্ব ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক ভিডিও, অ্যানিমেশন ও বার্তা প্রদর্শন করা হয়। এতে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ভোট প্রদান বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি পায়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনী চলাকালে দর্শনার্থীরা মনোযোগ দিয়ে সচেতনতামূলক উপস্থাপনাগুলো উপভোগ করেন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে মতামত দেন।
আয়োজকরা জানান, ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন’-এর মূল উদ্দেশ্য হলো সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটারদের সচেতন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এরই ধারাবাহিকতায় বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে এই LED ক্যারাভান প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
মঠবাড়িয়ায় অনুষ্ঠিত এই প্রদর্শনী স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন
