

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ঢাকা-নোয়াখালী মহাসড়কে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনভোগান্তি লাঘবের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) ২০২৬ তারিখ বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে অবৈধভাবে বালি রেখে দখল করায় জরিমানা করা হয়।
ঘটনাস্থলে বেগমগঞ্জ হেলিপ্যাডের উপর অবৈধভাবে বালি রাখা হয়েছে বলে দেখা যায়। স্থানীয় জনতার সামনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের উপ-সহকারী প্রকৌশলীর নেতৃত্বে পরিমাপ করে ১৯২ ঘনফুট বালি জব্দ করা হয়। জব্দকৃত বালি প্রকাশ্য স্পট নিলামের মাধ্যমে ২১,২০০ টাকায় (একুশ হাজার দুইশত টাকা) বিক্রি করা হয়েছে। আদায়কৃত এই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে মহাসড়ক আইন ২০১১-এর ১৪(২) ধারায় মো. রাসেল (৩২), পিতা- বাবুল মিয়া এবং শাওন মাহমুদ (৩৬), পিতা- সেলিম মাহমুদকে প্রত্যেককে ১০,০০০ টাকা (দশ হাজার টাকা) করে জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯২(২) ধারায় আরও দুজনকে ১,০০০ টাকা (এক হাজার টাকা) করে জরিমানা আদায় করা হয়। মোট চারটি মামলায় ২১,০০০ টাকা (একুশ হাজার টাকা) জরিমানা এবং স্পট নিলাম থেকে ২১,২০০ টাকা মিলিয়ে সর্বমোট ৪২,২০০ টাকা আদায় করা হয়েছে।
এই মোবাইল কোর্টে এলজিইডি, বেগমগঞ্জ, চৌমুহনী পৌরসভা, বেগমগঞ্জ মডেল থানা এবং বেগমগঞ্জ সেনাবাহিনীর একটি দল উপস্থিত ছিলেন৷
মন্তব্য করুন
