সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
গ্রেপ্তার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
expand
গ্রেপ্তার ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ডেভিল হান্ট ফেজ–২ অভিযানে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ শ্যামল এবং মাদারগঞ্জ শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা মোস্তাফিজ ফয়সাল।

পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর জেলা ডিবি পুলিশের একটি দল জামালপুর শহর থেকে কাউসার আহমেদ শ্যামলকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে মাদারগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। তিনি মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা।

একই রাতে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা মোস্তাফিজ ফয়সালকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে। তিনি মাদারগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম হযরত আলী হিলারীর ভাতিজা বলে জানা গেছে।

গ্রেপ্তারের পর মঙ্গলবার তাদের দুজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X