

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান মনোনয়ন বাতিলের ঘোষণা দেন।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
এর আগে গত ২০২৫ সালে শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা কাছে দাখিল করেন। তারা হলেন-ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণারা হলেন-ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছাইফ উল্ল্যাহ পাঠান ফজলু, গণঅধিকার পরিষদের প্রার্থী আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী ডা. জাহেদুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল কাসেমী।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী আপিল করতে পারবেন।
মন্তব্য করুন
