সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সরিষা ফুলের হলুদ গালিচা, কৃষকদের মুখে হাসি

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
সরিষা ফুল
expand
সরিষা ফুল

বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে এখন চোখ জুড়ানো সরিষা ফুলের সমারোহ। নীল আকাশের নিচে বিস্তীর্ণ মাঠজুড়ে হলুদ রঙের সরিষা ফুল যেন প্রকৃতির বুকে এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি তৈরি করেছে। পড়ন্ত বিকেলে হালকা বাতাসে দোল খেতে থাকা সরিষা ফুল থেকে ছড়িয়ে পড়ছে মৃদু সুবাস, যা মুগ্ধ করছে পথচারী ও দর্শনার্থীদের।

সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে মাঠে ভিড় করছেন শিশু, নারী ও বিভিন্ন বয়সের বিনোদনপ্রেমী মানুষ। কেউ কেউ মাঠে হেঁটে, আবার কেউ দৌড়াদৌড়ি করে উপভোগ করছেন ফুলে ভরা প্রান্তরের মনোরম দৃশ্য ও খোলা বাতাস।

সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলে একক ও মিশ্র—দুই ধরনের সরিষা ক্ষেতের চাষ হয়েছে। এসব ক্ষেতের কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে সরিষা চাষে খরচ হয়েছে আনুমানিক ৬ থেকে ৭ হাজার টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক দুর্যোগ না হলে সঠিক সময়ে ফসল ঘরে তুলে বিঘা প্রতি ৮ থেকে ১০ হাজার টাকা লাভের আশা করছেন তারা।

কৃষকরা আরও জানান, সরিষা চাষের পর জমিতে পরবর্তী ফসলের জন্য তুলনামূলকভাবে কম সার প্রয়োজন হয়, যা উৎপাদন ব্যয় কমাতে সহায়ক। সাধারণত কার্তিক মাসে সরিষার চাষ শুরু করে পৌষ-মাঘ মাসের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেকেন্দার শেখ জানান, চলতি মৌসুমে গৌরনদী উপজেলায় মোট ৬৪০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এ বছর ৭৬৮ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠে সরিষার বর্তমান অবস্থা দেখে তিনি আশা প্রকাশ করেন, এ বছর উপজেলায় সরিষার ভালো ফলন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X