সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৮ পিএম আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম
একসঙ্গে জন্ম নেয়া তিন শিশু
expand
একসঙ্গে জন্ম নেয়া তিন শিশু

পঞ্চগড়ে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন শিউলি আক্তার (২৬) নামের এক গৃহবধূ।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পঞ্চগড় শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি দুই ছেলে ও এক কন্যাসন্তানের জন্ম দেন।

জানা গেছে,তিন সন্তান জন্ম দেয়া গৃহবধূ শিউলি আক্তার জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের জুগিগছ গ্রামের রুবেল রানার স্ত্রী। সার্জারি বিশেষজ্ঞ ডা. আমির হোসেনের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়।

জানা যায়, নবজাতক কন্যা শিশুটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম এবং দুই ছেলে শিশুর ওজন ২ কেজি ৩০০ গ্রাম করে। জন্মের পর মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

পারিবারিক বলছে, প্রায় চার বছর আগে রুবেল রানা (৩২) ও শিউলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর একবার একই সাথে তিন সন্তান গর্ভধারণ হলেও সে সময় গর্ভে এক সন্তান ও জন্মের পর অপর দুই সন্তান মারা যায়। দীর্ঘ ২০ মাস পর আবার গর্ভধারণ করেন শিউলি আক্তার। গর্ভধারণের শুরুতে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দুটি যমজ সন্তানের কথা জানা গেলেও পরবর্তী নিয়মিত পরীক্ষায় গর্ভে তিনটি যমজ সন্তানের উপস্থিতি নিশ্চিত হয়। পুরো গর্ভকালজুড়ে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ছিলেন তিনি।

নবজাতকদের জন্মের পর পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, বর্তমানে তিন নবজাতক ও শিশুগুলোর মা সম্পূর্ণ সুস্থ রয়েছে।

এবিষয়ে প্রসূতির গৃহবধূর স্বামী রুবেল রানা বলেন, একই সাথে তিনটি সন্তানের বাবা হতে পেরে আমি ভীষণ আনন্দিত। সন্তান ও তাদের মা সুস্থ থাকায় মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ। সবাই আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করবেন। আমি যেন সন্তানদের মানুষ হিসাবে গড়ে তুলতে পারি৷

এ বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু চিকিৎসক ডা. মনোয়ার হোসেন জানান, জন্মের পর গভীর রাতে তিন নবজাতককে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আনা হয়েছিল বর্তমানে তিন শিশুই সম্পূর্ণ সুস্থ রয়েছে।

এদিকে সিজারিয়ান অপারেশন পরিচালনাকারী সার্জারি চিকিৎসক ডা. আমির হোসেন বলেন, এ ধরনের ট্রিপলেট ডেলিভারি খুবই বিরল। সময়মতো চিকিৎসা ও সঠিক ব্যবস্থাপনার কারণে মা ও তিন শিশুই ভালো রয়েছে৷ এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এমন সফল অপারেশন চিকিৎসকদের জন্যও বিশেষ অভিজ্ঞতা হয়ে থাকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X