সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ, নিখোঁজ ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত
expand
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও এক বাংলাদেশি যুবক।

শনিবার (৩ জানুয়ারি) রাত ৩টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুরটেক এলাকা দিয়ে ভারতে প্রবেশের পর এ ঘটনা ঘটে।

আটক মো. রবিউল ইসলাম রবু (৩৫) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া এলাকার এজাবুর রহমানের ছেলে। নিখোঁজ মো. লাল কাজল (৩৪) সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত ফিরোজ কবীরের ছেলে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিজিবি সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে গরু চোরাচালান করতে ১৫-২০ জনের একটি দল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। পরে ভারতের অন্তত দুই কিলোমিটার অভ্যন্তরে বিএসএফ ধাওয়া দিলে পালিয়ে আসেন চোরাকারবারিরা। এ সময় রবুকে আটক করে বিএসএফ৷ এ ঘটনায় নিখোঁজ রয়েছে কাজল। তবে নিখোঁজ ও বিএসএফের হাতে আটকের বিষয়টি অস্বীকার করেছে দুই পরিবার।

চাঁপাইনবাবগঞ্জ-৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান এনপিবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএসএফের হাতে এক বাংলাদেশি নাগরিক আটকের বিষয়টি শুনেছি। কিন্তু নিখোঁজের ঘটনা জানা নেই। আটক বা নিখোঁজের বিষয়ে পরিবার বিজিবিকে জানায়নি বলে দাবি করেন তিনি। আনুষ্ঠানিকভাবে বিজিবিকে জানালে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান বিজিবি অধিনায়ক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X