

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়ন বাতিল এবং ১৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসারে যাচাই-বাছাই শেষে অযোগ্য প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
যাচাই-বাছাইয়ে মানিকগঞ্জ-১ আসনে মোট ৯ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী এবং জনতার দলের মোহাম্মদ শাহজাহান খান।
মানিকগঞ্জ-২ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়। তারা হলেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবিদুর রহমান, বিদ্রোহী প্রার্থী আব্দুল হক এবং জাতীয় পার্টির এস এম আবদুল মান্নান।
অন্যদিকে মানিকগঞ্জ-৩ আসনে মোট ১২ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বিএনপির বিদ্রোহী আতাউর রহমান আতা, স্বতন্ত্র রফিকুল ইসলাম, এবি পার্টির রফিকুল ইসলাম জনি এবং স্বতন্ত্র ফারুক হোসেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, বৈধ ঘোষিত প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিলের মাধ্যমে পুনর্বিবেচনার সুযোগ পাবেন।
মন্তব্য করুন
