সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে ফাঁদে আটকা বাঘ, নেয়া হলো রেসকিউ সেন্টারে

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৭ পিএম
রয়েল বেঙ্গল টাইগার
expand
রয়েল বেঙ্গল টাইগার

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের গহীন অরণ্যে চোরা শিকারিদের পাতা জাল ফাঁদে আটকা পড়া একটি প্রাপ্ত বয়স্ক মেয়ে প্রজাতির রয়েল বেঙ্গল টাইগার দু’দিন পর ট্যাংকুলাইজার করে উদ্ধার করা হয়েছে।

রবিবার (৪ নভেম্বর) বিকাল ৪টার দিকে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড এই ম্যানগ্রোভ বনের চাঁদপাই রেঞ্জের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল থেকে আধা কিলোমিটার গহীন অরণ্যে চোরা শিকারিদের পাতা জাল ফাঁদ থেকে ট্যাংকুলাইজার বন্দুক দিয়ে গুলি করে অচেতন করার পর উদ্ধার করা হয়।

উদ্ধারের পর বাঘটির পায়ে জাল আটকে অনেক বড় ক্ষতের সৃষ্টি হওয়ায় লোহার খাচায় করে নৌ ও সড়ক পথে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছ। সম্পূর্ন সুস্থ হবার পর বাঘটিকে আবার তার আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হবে। সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, শনিবার দুপুরে টহল দেয়ার সময় বনরক্ষীরা চাঁদপাই রেঞ্জের বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল থেকে আধা কিলোমিটার গহীন অরণ্যে চোরা শিকারিদের পাতা জাল ফাঁদে একটি বাঘ আটকে পড়া অবস্থায় দেখতে পায়। এর পরপরই আটকে পড়া বাঘটির নিরাপত্তায় আশপাশের এলাকা কর্ডন করে রাখে বন বিভাগ।

খবর পেয়ে উদ্ধার অভিযান চালাতে শনিবার সন্ধ্যায় বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থলে আসেন। বাঘ উদ্ধারে রবিরার দুপুরে ঢাকার গাজীপুর সাফারী পার্ক থেকে ডা. জুলকার নাইনের নের্তৃত্বে দুই সদস্যের ভেটেরিনারি সার্জন সুন্দরবনে এসে পৌঁছান। ভেটেরিনারি সার্জনরা ঘটনাস্থলে পৌঁছালে ট্যাংকুলাইজার বন্দুক ব্যবহার করে বাঘটি উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাস্থলে উপস্থিত থেকে বাঘ উদ্ধার কার্যক্রম তদারকি করেন বন বিভাগের খুলনার বন সংরক্ষক (সিএফ) মো. ইমরান আহমেদ ও বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. জোউল করিম চৌধুরী।

ট্যাংকুলাইজারের প্রভাবে বাঘটি সাময়িক ভাবে অচেতন হবার পর বিকাল ৪টার দিকে ফাঁদ থেকে মুক্ত করা হয়। উদ্ধারের পর দেখা যায় প্রাপ্ত বয়স্ক মেয়ে প্রজাতির বাঘটির পায়ে জাল আটকে অনেক বড় ক্ষতের সৃষ্টি হয়েছে। বাঘটি অসুস্থ থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে লোহার খাঁচা বন্ধি করা হয়। এরপর বাঘটিকে লোহার খাচায় করে নৌ ও সড়ক পথে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়। সেখানে সম্পূর্ন সুস্থ হবার পর বাঘটিকে আবার তার আবাসস্থল সুন্দরবনে অবমুক্ত করা হবে বলে জানান এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X