

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার ও রোববার টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন- টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
এসময় তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৪৫ ধারায় সদর উপজেলার কাগমারী এলাকায় জনতা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, আশেকপুর এলাকার মেসার্স আলী ইলেকট্রনিকসকে ১৫ হাজার টাকা, করটিয়া ইউনিয়নের আজাদ ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, জামান ট্রেডার্সেরকে ৫০ হাজার এবং আসমা ট্রেডার্সেরকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এসময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
