সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যা, আটক ২

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম
আটকৃকত দুইজন
expand
আটকৃকত দুইজন

যশোরে ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় তার নিজের জামাই পরশসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ এবং পারিবারিক ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১২টায় যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেন- শংকরপুর এলাকার বাসেদ আলী পরশ (জামাই) ও একই এলাকার আমিনুল ইসলাম সাগর।

পুলিশ সুপার জানান, আটক দুইজনই পূর্বপরিকল্পিতভাবে আলমগীর হত্যার ছক কষেন। তবে তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি; ভাড়াটে খুনি দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে।

এ ঘটনায় কোতোয়ালি থানায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪–৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের পরিচয় ও বিস্তারিত তথ্য উদঘাটন সম্ভব হবে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে যাওয়ার পথে আলমগীর হোসেনকে পাশ থেকে আরেকটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পরে কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X