সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাতিলের দুই দিন পর জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম
মো. মাজেদুর রহমান
expand
মো. মাজেদুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণার দুই দিন পর আবার তা বৈধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাইবান্ধা-১ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।

যাচাই-বাছাই শেষে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় গাইবান্ধা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানসহ ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গাইবান্ধা-১ আসনের জামায়াতের প্রার্থী মাজেদুর রহমান শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার কারণে মনোনয়ন বাতিল করা হলেও দেশের বিভিন্ন জেলায় শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকা অন্য কয়েকজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল।

এ নিয়ে আলোচনা ও আইনগত দিক বিবেচনায় এনে পুনরায় যাচাই-বাছাই করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য পর্যালোচনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টায় ২৯, গাইবান্ধা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাজেদুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মনোনয়নপত্রের বৈধতা পাওয়ার পরে এক প্রতিক্রিয়ায় মো. মাজেদুর রহমান বলেন, 'বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফে বিশ্বাসী। সৎ ও সত্যের পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় আজকের সিদ্ধান্ত তারই প্রমাণ। সকল বাধা ও ষড়যন্ত্র উপেক্ষা করে সত্য প্রতিষ্ঠিত হয়েছে।'

উল্লেখ্য, গাইবান্ধা- ১ আসনে মোট মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারমধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ। যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে তারা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X