

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শীতের শুরুতেই দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ। শীতের আরামদায়ক আবহাওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই ঐতিহাসিক মসজিদ দেখতে আসছেন।
সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে দর্শনার্থীদের আসা শুরু হয়। কেউ মসজিদের ইতিহাস জানছেন, কেউ ছবি ও ভিডিও তুলছেন। শীতের হালকা রোদ আর প্রাচীন স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করে আনন্দ প্রকাশ করছেন তারা।
দর্শনার্থীরা জানান, শীতের এই সময়ে বাগেরহাটের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার আনন্দ আলাদা। একজন দর্শনার্থী বলেন, শীতের আবহাওয়া খুবই সুন্দর। পরিবার নিয়ে ষাট গম্বুজ মসজিদ দেখতে এসেছি। ঐতিহাসিক এই স্থাপনার সৌন্দর্য শীতের সময় আরও বেশি উপভোগ করা যায়।” আরেকজন বলেন, শীতের আবহাওয়ায় পরিবার নিয়ে বাগেরহাটে ঘুরতে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে ষাট গম্বুজ মসজিদ আর খান জাহান আলী (রহ.) মাজারের পরিবেশটা অনেক শান্ত ও সুন্দর।
দর্শনার্থীদের ভিড় বাড়ায় খুশি স্থানীয় ব্যবসায়ীরাও। পর্যটকদের কারণে খাবারের দোকানসহ আশপাশের ছোট ব্যবসায় ভালো বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই), এস এম শামীম আক্তার, টুরিস্ট পুলিশ, বাগেরহাট বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শীত মৌসুম জুড়ে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
