

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুবসহ পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোর-৩ ও যশোর-৪ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই শেষে এ সিদ্ধান্ত দেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যশোর-৩ (সদর) এবং যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর ও সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যশোর-৩ (সদর) আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ও দলটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মুহাম্মদ শোয়াইব হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানায় রিটার্নিং অফিস সূত্র। এ আসনে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, জামায়াতে ইসলামীর আব্দুল কাদের, জাতীয় পার্টির খবির গাজী, সিপিবির রাশেদ খান এবং জাগপার নিজাম উদ্দিন অমিত।
অন্যদিকে যশোর-৪ আসনে দশজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী টিএস আইয়ুব, জেলা বিএনপির সভাপতি সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, স্বতন্ত্র প্রার্থী ফারহান সাজিদ এবং জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ফলে এ আসনে বৈধ প্রার্থী হিসেবে থাকছেন বিএনপির বিকল্প প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, জামায়াতে ইসলামীর গোলাম রসুল, স্বতন্ত্র এম নাজিমউদ্দিন আল আজাদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মন্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন এবং খেলাফত মজলিসের আশেক এলাহী।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান বলেন, “আজ যশোর-৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এদিন মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।”
তিনি আরও জানান, এর আগে বৃহস্পতিবার যশোরের দুটি আসনে সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আইন অনুযায়ী রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। যশোরের বাকি দুটি আসন—যশোর-৫ ও যশোর-৬-এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শনিবার অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোরের ছয়টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭১ জন।
মন্তব্য করুন
