শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পৃথক অভিযানে সন্ত্রাসী গিট্টু বাহিনী প্রধানসহ আটক ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০১ এএম
আটক  গিট্টু বাহিনী প্রধান এবং তার সহযোগী
expand
আটক গিট্টু বাহিনী প্রধান এবং তার সহযোগী

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ গিট্টু বাহিনী প্রধান এবং তার সহযোগীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আল-সালেহ পাবলিক ওয়েলফেয়ার হাসপাতাল সংলগ্ন র‍্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের একটি আভিযানিক দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে ও চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গিট্টু বাহিনী প্রধান সোহাগ হোসেন গিট্টু (২১) এবং তার সহযোগী একই এলাকার দিদার মণ্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)।

র‍্যাব জানায়, সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অস্ত্র মজুদের গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এদিকে একই দিনে রাতে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রাম থেকে একটি পরিত্যক্ত পুরাতন মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

দৌলতখালী গ্রামের সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মরহুম মো. আসমত উল্লাহর বসতবাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মর্টার শেলটি স্থানীয়দের নজরে এলে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে যায়।

উদ্ধারকৃত মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি বলে ধারণা করা হচ্ছে।

এসব ঘটনায় দৌলতপুর উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, র‍্যাবের অভিযানের বিষয়টি আমরা অবগত আছি। তবে এখনো আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। পাশাপাশি পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত ১৯৭১ সালের মর্টার শেলটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X