বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
expand
কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা

কুষ্টিয়ায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কুষ্টিয়া আলিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এতে সবস্তরের মানুষ অংশ নেন। এসময় তারা বলেন,বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী ছিলেন। দেশের গণতন্ত্র,মানুষের অধিকার ও স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন দৃঢ়চেতা ও আপসহীন নেতৃত্বকে হারাল।

তারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা।

জানাজা শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X