বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্যতিক্রমী উদ্যোগে পর্দায় বেগম খালেদা জিয়ার জানাজা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
বেগম খালেদা জিয়ার জানাযা 
expand
বেগম খালেদা জিয়ার জানাযা 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যতিক্রমী এক আয়োজনের মাধ্যমে পর্দায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের আয়োজনে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

দেশ ও জাতির জন্য তাঁর অবদান স্মরণ এবং তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রতীকীভাবে এ জানাযার আয়োজন করা হয়। বড় পর্দার মাধ্যমে জানাযার দৃশ্য উপস্থাপন করা হলে উপস্থিত মুসল্লিরা তা অনুসরণ করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, এটি ছিল একটি ব্যতিক্রমী ও আবেগঘন উদ্যোগ, যা রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে ভিন্নমাত্রার বার্তা দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X