বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে খালেদা জিয়ার জানাযায় হাজারো মানুষের অংশগ্রহণ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম
কিশোরগঞ্জে খালেদা জিয়ার জানাযা
expand
কিশোরগঞ্জে খালেদা জিয়ার জানাযা

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রজেক্টরের মাধ্যমে সম্প্রচারিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাযার নামাজে অংশগ্রহণ করেছেন বিএনপির নেতাকর্মীসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টা ৩ মিনিটে উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি জানাযার নামাজটি সম্প্রচার করা হয়।

জানাযাকে কেন্দ্র করে স্টেডিয়াম ও আশপাশের এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ দলে দলে এসে জানাযায় অংশ নেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহসভাপতি মো. মনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জুয়েলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। জানাযা শেষে বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত মুসল্লিদের মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X