

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর সেতু থেকে মেঘনা টোল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এ প্রতিবেদন লিখা পর্যন্ত মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানবাহনের ধীরগতি রয়েছে।
জানা যায়, মদনপুর এলাকায় মঙ্গলবার গভীর রাতে মালবাহী একটি লরি বিকল হওয়ায় যানবাহন যাতায়াতে ধীর গতির ফলে এই যানজট দুপুর পর্যন্ত থাকতে দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকরা। বিশেষ করে অসুস্থ রোগী আর শিশুরা বেকায়দা পড়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, গতরাতে মদনপুরে একটি বড় লরি বিকল হয়েছিল। সেটা কিছুক্ষণ আগে মহাসড়ক থেকে সরাতে পেরেছি। মূলত লরি বিকলের কারণে অন্যান্য যানবাহন পারাপারের ধীর গতি হচ্ছিল। পুলিশ কাজ করছে। আশাকরি যান চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য করুন
