

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত গাইবান্ধার সুন্দরগঞ্জে এর আগে আমিসহ জাতীয় পার্টির প্রার্থী জাতীয় নির্বাচনে ৭ বার বিজয়ী হয়েছে। যেভাবে আভাস পাচ্ছি, তাতে নির্বাচনে ভোট সুষ্ঠু হলে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো, ইনশাল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে নিজের মনোনয়নপত্র জমাদানকালে তিনি এসব কথা বলেন। সারাদেশে জাতীয় পার্টি নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে ব্যারিস্টার পাটোয়ারী আরো বলেন, এখনো মানুষ গ্রেপ্তার ও মব আতঙ্কে আছে। এখনো মানুষ মব সন্ত্রাসের ভয়ে ভীত। এ অবস্থায় দেশের বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে পারে। আর এটি নির্বাচন কমিশনের দায়িত্ব এবং সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত।
নির্বাচন সুষ্ঠু হবে কি না- এমন শঙ্কা প্রকাশ করে জাপা মহাসচিব আরো বলেন, জাতীয় পার্টি যেহেতু একটি গণতান্ত্রিক ও নির্বাচনমুখী দল, এ জন্য জাতীয় পার্টি নির্বাচনের ট্রেনে ওঠার সিদ্ধান্ত নিয়েছে। তবে সামনের দিনগুলোতে সরকার ও নির্বাচন কমিশনের কার্যক্রম আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করবো। আমরা ভোট করতে চাই। আমাদের নেতাকর্মীরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন। কিন্তু সরকার যদি আমাদের সাথে বিমাতাসুলভ আচরণ করে, যা এতোদিন তারা করে এসেছেন, প্রশাসন যদি বিমাতাসুলভ আচরণ করে, নির্বাচন কমিশন যদি তাদের সার্বিক দায়িত্ব সঠিকভাবে পালন না করে তখন স্বাভাবিকভাবেই আমাদের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনা করতে হবে।
তফসিল পিরিয়ডে শহিদ শরীফ ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী আরো বলেন, তার গুলিবিদ্ধ হওয়ার সময় দেশে স্বাভাবিকভাবে অরাজকতা ছিল। তার মৃত্যুর সংবাদে ঢাকা শহরে দুই-তিন দিন তীব্র অস্থিরতা ছিল। ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকা, ছায়ানট এবং উদীচীতে আগুন দেওয়া হয়েছে। সনাতন ধর্মের এক ভদ্রলোককে পিটিয়ে মারা হয়েছে। এধরণের ঘটনাগুলো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। ফলে আমাদের অনেক প্রার্থী সঠিকভাবে ফরম উত্তোলন ও জমা দিতে পারেননি। সুতরাং উচিত ছিল এই সময় আরেকটু পিছিয়ে দেওয়া।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা জাপার সেক্রেটারি আব্দুল মান্নান মন্ডল, সিনিয়র সহ সভাপতি আনছার আলী সরদার ও জাপা নেতা জহুরুল হক বাদশা।
মন্তব্য করুন
