সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আ' লীগের ভোট জাতীয় পার্টি আশা করতেই পারে: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাপস 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পিএম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাপস 
expand
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাপস 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে মনোনয়ন পত্র দাখিল শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইকাবাল হোসেন তাপস সাংবাদিকদের বলেন, যেহেতু আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ দল। তাদের ভোটারের বড় একটা অংশ রয়ে গেছে। সেহেতু তাদের ভোট জাতীয় পার্টি প্রত্যাশা করতেই পারে"।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, একই আসনে দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও পার্টি থেকে একজনই নির্বাচন করবে। এটা একটি রাজনৈতিক কৌশল। তারপর ভিন্নমতের ব্যক্তি থাকতেই পারে। অনেক আসন থেকেই বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করবে। জাতীয় পার্টি জোট করবে কি করবেনা সেটা এখনও নিশ্চিত না। জোট না হলে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। নির্বাচনে জয় পরাজয় হবে। নির্বাচনে পরাজয় হবে বলে নির্বাচন করবে না এটা হতে পারে না'।

তিনি বাবুগঞ্জ সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার কাছে মনোনয়ন দাখিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম হেমায়েতসহ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, একই আসনে কারাগারে বসে জাতীয় পার্টির সাবেক এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া টিপু মনোনয়ন পত্র দাখিল করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X