সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় ২০টি অবৈধ ইটভাটাকে জরিমানা

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ পিএম
ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।
expand
ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

পাবনার ঈশ্বরদী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার লক্ষীকুণ্ডা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা এই অভিযানে অংশগ্রহন করেন।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকুড়িয়া এলাকায় মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানের একপর্যায়ে নবীনগর এলাকায় অবস্থিত কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং দাদাপুর–ঈশ্বরদী সড়ক অবরোধের চেষ্টা করে। শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকলে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ সরিয়ে দেয়। এরপর পুনরায় অভিযান শুরু করা হয়।

অভিযানের সময় ২০টি ইটভাটাকে মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একটি অবৈধ ভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটা মালিকদের কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X