

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নরসিংদীর বেলাবো উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মাদক, জুয়া নিরসন'সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানউল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে থানায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভায় নবাগত ওসি এস এম আমানউল্লাহ বলেন, পুলিশ আইনের ধারক ও বাহক। জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া পুলিশের দায়িত্ব। আমি এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাজ পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব ততদিন মাদক,জুয়া, সামাজিক অপরাধসহ যেকোনো অনিয়ম দমনে কঠোর অবস্থানে থাকব।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। বোলাবো উপজেলাতে মাদক নির্মূল, সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণ পুনরায় পুলিশকে বিশ্বাস করতে পারবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
এই সময় উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশাররফ হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমিনুল হক, বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দীন, অর্থ সম্পাদক আলমগীর পাঠান , দপ্তর সম্পাদক মোঃ আলী হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রমজান আলী জুয়েল, প্রচার সম্পাদক মোঃ রুমেল আফ্রাদ রুবেল,সদস্য মোঃ দিদার হোসেন পিন্টু, বাদল মিয়া,মোঃশফিকুল ইসলাম খান, মোঃ ইশতিয়াক আহমেদ এমাদ, আব্দুল হালিম, ফয়সাল আহমেদ আব্দুল্লাহ ও শাহিনূর আক্তার'সহ প্রমুখ।
মন্তব্য করুন
