সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
expand
ভালুকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের ভালুকায় মানুষের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ভালুকা পৌর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ সময় ভালুকা মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

জানা যায়, রোববার ও সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ভালুকা পৌর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মহাসড়ক ও ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এনপিবি নিউজকে জানান, মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়ত করতে পারে এবং কোন প্রকার যানজট সৃষ্টি না হয়। সেই লক্ষে ভ্রম্যমান আদালত ধারা এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, ভালুকা পৌর বাসস্ট্যান্ড অংশে এ স্থানটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এ কারণে সড়কটিতে থাকা বিভিন্ন দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এর পাশাপাশি নতুন করে দোকান যেন সড়কে বসতে না পারে। সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X