সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদী-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
আব্দুল্লাহ আল ফয়সাল
expand
আব্দুল্লাহ আল ফয়সাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন এনসিপি। এ কারণে এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলামকে সমর্থন জানিয়ে ঢাকা-১১ ও কুমিল্লা-৪ আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

এরই মধ্যে নরসিংদী-১ সদর আসনে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল ফয়সাল নির্বাচনে অংশগ্রহণ না করা ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৭টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার কথা উল্লেখ করেন।

তবে তিনি তাঁর ফেসবুক পোস্টে জোটের কোনো প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করেননি।

তাঁর দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হলো:

প্রিয় নরসিংদীবাসী,

নরসিংদীর উন্নয়নের জন্য আমি ৮ দফা পরিকল্পনা নিয়ে আপনাদের কাছে এসেছি। এই ৮ দফা বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত কাজ করে যাব। যারা এই ৮ দফা বাস্তবায়নে আমার সঙ্গে কাজ করতে চান, আমি সবসময় তাঁদের পাশে থাকব।

গত এক মাসে আপনারা যে ভালোবাসা, সমর্থন ও আন্তরিকতা দেখিয়েছেন, তাতে আমি সত্যিই অভিভূত ও ধন্য। এনসিপি করার গত এক বছরে আমি এক টাকাও উপার্জন করিনি বা কোনো ধরনের সুবিধা গ্রহণ করিনি দলের নামে ও ভবিষ্যতেও গ্রহণ করবো না। বরং নিজের কষ্টার্জিত অর্থই ব্যয় করেছি। যারা অনুদান দিয়েছেন, তারা চাইলে তাদের অর্থ ফেরত নিতে পারেন—যদিও আমি ব্যক্তিগতভাবে এর চেয়ে অনেক বেশি অর্থ ব্যয় করেছি।

ইনশাআল্লাহ, দেশের জন্য যেকোনো ভূমিকা ও অবস্থান থেকে কাজ করে যাব।

তবে স্পষ্টভাবে জানাতে চাই, এই নির্বাচনে আমি অংশগ্রহণ করছি না।

আমার পাশে থাকা সকল বন্ধু, পরিবারের সদস্য এবং স্থানীয় এনসিপি নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X