

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামায়াতে ইসলামী ও সমমনা ৮টি দলের সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী পরিবর্তনের ঘটনা ঘটেছে।
এ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর জায়গায় জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান সাইফুল ইসলাম শহিদ।
তিনি কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে নিজেকে আড়াল করে নিলাম। আল্লাহ যেন দ্বীন কায়েমের পথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করেন।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে সাইফুল ইসলাম শহিদ বলেন, দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
তিনি বলেন, হয়তো প্রত্যাশা অনুযায়ী মানুষের ভালোবাসার প্রতিদান দিতে পারব না। তবে দেবিদ্বারের মানুষের পাশে থাকতে পারলে সেটাকেই বড় পাওয়া মনে করব। একই সঙ্গে তিনি নেতা-কর্মীদের ত্যাগের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
এর আগে ঢাকায় এক সংবাদ সম্মেলনে এনসিপি জামায়াতে ইসলামী ও সমমনা ৮টি দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। ওই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুমিল্লা-৪ আসনে প্রার্থী সমন্বয়ের এই সিদ্ধান্ত কার্যকর হলো।
মন্তব্য করুন
