রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গণঅধিকারের নতুন সাধারণ সম্পাদক হাসান আল মামুন

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হাসান আল মামুন
expand
হাসান আল মামুন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে মো. রাশেদ খাঁনের পদত্যাগের পর দলটির গুরুত্বপূর্ণ এই পদের দায়িত্ব পেয়েছেন বর্তমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। তাকে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদের সর্বোচ্চ ফোরামের এক জরুরি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় দলের উচ্চতর পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বিভিন্ন ইউনিটের প্রধানরা অংশ নেন।

হাসান আল মামুন ছাত্র রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ। তিনি ২০১৮ সালের আলোচিত কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে দেশজুড়ে পরিচিতি লাভ করেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দলীয় সভায় হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাকেই পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়া হবে কি না অথবা ভোটাভুটি হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এর আগে শনিবার সকালেই গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খাঁন। এর কয়েক ঘণ্টা পরেই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন থেকে ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে তার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X