বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গী ফ্লাইওভার বন্ধ, পায়ে হেঁটে সমাবেশস্থলে নেতাকর্মীরা 

গাজীপুর সিটি প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
টঙ্গী ফ্লাইওভার বন্ধ
expand
টঙ্গী ফ্লাইওভার বন্ধ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান নির্বিঘ্ন রাখতে পূর্বঘোষণা অনুযায়ী টঙ্গী ফ্লাইওভার বন্ধ করে দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এতে করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বড় একটি অংশকে হেঁটেই সংবর্ধনাস্থলের দিকে যেতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে টঙ্গী ও আব্দুল্লাহপুর এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়। জানা গেছে, তারেক রহমানের ঢাকায় আগমন উপলক্ষে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যান চলাচল স্বাভাবিক রাখতে জিএমপি এ সিদ্ধান্ত নেয়। ঘোষণামতো সকাল ৬টা থেকে টঙ্গী ফ্লাইওভারের চেরাগ আলী অংশ ও আব্দুল্লাহপুর এলাকায় ডিএমপির সহায়তায় ব্যারিকেড বসিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের উপকমিশনার মোহাম্মদ মুহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনশৃঙ্খলা বজায় রাখা এবং গণপরিবহনের চলাচল সুশৃঙ্খল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রায় দেড় যুগ পর আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসছেন তারেক রহমানের।

তার আগমনকে কেন্দ্র করে বিএনপি বড় পরিসরে সংবর্ধনার আয়োজন করেছে। এতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ ঢাকায় আসছেন। ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোর একটি টঙ্গী-আব্দুল্লাহপুর এলাকা, যেখানে ৫৯টি সড়ক রুট মিলিত হয়েছে। এই গুরুত্বপূর্ণ পয়েন্টের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) যৌথভাবে দায়িত্ব পালন করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X